Home  /  News

৬ সেপ্টেম্বর ২০২২ জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৩তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস

আগামী ৬ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সমিতি এ দিনটিকে ডায়াবেটিস সেবা দিবস হিসেবে পালন করে থাকে।

এ উপলক্ষে বরাবরের মতো আগামী মঙ্গলবার সকাল ৮টায় বনানীস্থ কবরস্থানে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শাহবাগস্থ বারডেম কমপ্লেক্সে এবং এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে।

এছাড়া বেলা ১১.৩০ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ৪র্থ তলায় শহীদ মেজর সালেক চৌধুরী বীর উত্তম কনফারেন্স হলে ২৭তম ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন(ইব্রাহিম স্মারক বক্তৃতা) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করবেন কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কিডনি ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ও চিফ কনসালটেন্ট অধ্যাপক হারুন-উর-রশিদ।

দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা কান্তির বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। অন্যদিকে, সমিতির অপর প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট-এ সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।