Home  /  News

বারডেমে চালু হলো প্রবীণদের জন্য দেশের প্রথম ‘জেরিয়াট্রিক ডে কেয়ার সেন্টার’

১৫ অক্টোবর ২০২২ তারিখ বেলা ১২টায় বারডেম জেনারেল হাসপাতালের নিচতলার ১৯০ নম্বর কক্ষে চালু হলো প্রবীণদের জন্য দেশের প্রথম জেরিয়ট্রিক ডে কেয়ার সেন্টারডে কেয়ার সেন্টার উদ্বোধন করেন বারডেমের বোর্ড অব এডভাইজর্স-এর সভাপতি ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান, যুগ্ম-মহাসচিব অধ্যাপক রশিদ-ই মাহবুব, বারডেমের মহাপরিচালক অধ্যাপক মুর্তাজা কেআই কাইয়ুম চৌধুরী, বারডেমের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান, বারডেমের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেলোয়ার হোসেন ছাড়াও সমিতি ও বারডেমের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী বছরগুলোতে উন্নয়নশীল দেশসমূহে প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অধিকাংশ দেশেই প্রবীণদের সংখ্যা শিশুদের তুলনায় দ্বিগুণ হয়ে যেতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হৃাস পায় এবং শরীরে নানা রোগ-ব্যাধি বাসা বাঁধে। দেশে নারী, শিশু ও অন্যান্য বিশেষায়িত হাসপাতাল থাকলেও বয়স্ক মানুষদের জন্য তেমন কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। প্রবীণ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যার বিষয়টি উপলব্ধি করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অঙ্গ প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতাল এই ‘জেরিয়ট্রিক ডে কেয়ার সেন্টার’টি চালু করলো।

প্রবীণদের যথাযথ চিকিৎসা দিতে এই কেন্দ্রে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকাবৃন্দ। ডে কেয়ার সেন্টারটি সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন (শনিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। এর সার্বিক দায়িত্বে থাকবেন বারডেম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এবং জেরিয়াট্রিশিয়ান ডা. মো. আশরাফ উদ্দিন আহমেদ।