Home  /  News

জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৫তম মৃত্যুবার্ষিকী ও ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত

৬ সেপ্টেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী। সমিতি এ দিনটিকে ডায়াবেটিস সেবা দিবস হিসেবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে  ৫-৭ সেপ্টেম্বর তিনিদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস পালিত হয়েছে। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষে বরাবরের মতো ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮.৩০টায় বনানীস্থ কবরস্থানে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  বাদ আসর বারডেম মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম জেনারেল হাসপাতাল কমপ্লেক্স, বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএন-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। বেলা ১১.৩০ টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান-এর সভাপতিত্বে স্মরণসভায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম সম্পর্কে স্মৃতিচারণ করেন সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন, বাডাস-এর বিভিন্ন কার্ডিয়াক প্রকল্পসমূহের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ রশীদ, বারডেমের ডেন্টাল বিভাগের সাম্মানিক সিনিয়র কনসালটেন্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন ইমেরিটাস অধ্যাপক হাজেরা মাহতাব। সকাল ১০ টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) বিশেষজ্ঞ ডাক্তার ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এছাড়া, গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে এ উপলক্ষে বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবাদেয়া হয়।

দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা কান্তির বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলিও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।