গর্ভধারণ পূর্ব সেবার মাধ্যমে গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে বৈজ্ঞানিক সমীক্ষা
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ ও স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রামের এর যৌথ প্রয়াসে "গর্ভধারণ পূর্ব সেবার মাধ্যমে গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ" বিষয়ক একটি বৈজ্ঞানিক সমীক্ষা শুরু হয়েছে। আগামি ৬ মাসের মধ্যে গর্ভধারণে সক্ষম নারী (১৮-৪০ বছর)বাচ্চা নেয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অতিসত্বর বিনামূল্যে নিম্নোক্ত সেবাটি গ্রহণ করুন।
- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রাম ও জাইকা এর যৌথ উদ্যোগে আয়োজিত- “ডাক্তার, নার্স ও প্যারামেডিক্সদের মধ্যে ইনসুলিন ও গ্লকোমিটারের ব্যবহার সম্পর্কিত জ্ঞান যাচাই” বিষয়ক সার্ভেটিতে অংশগ্রহন করুন।
সার্ভেটি শুধুমাত্র ডাক্তার, নার্স ও প্যারামেডিক্সদের জন্য।
https://forms.gle/u2ze9mG2uPqHFaTz9
- আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয়ে থাকে তাহলে রক্ত পরীক্ষা ছাড়াই ডায়াবেটিস এর ঝুঁকি জানতে (DRC App) ক্লিক করুন-https://play.google.com/store/apps/details?id=com.sakosys.DRC
অথবা গুগল প্লে স্টোর থেকে DRC App টি ডাউনলোড করুন।