Home  /  News

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ উপলক্ষে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিশেষজ্ঞদের বিভিন্ন প্রবন্ধ

সুস্বাস্থ্যই সবার প্রত্যাশা : ড. মোহাম্মদ আবদুল মজিদ (বাংলাদেশ প্রতিদিন)

বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে মহামারি আকারে ধেয়ে আসা অসংক্রামক রোগ ডায়াবেটিস প্রতিরোধের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিশ্ব ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২০-২৫ তে ডায়াবেটিস রোগের বিস্তার রোধে উপযুক্ত কৌশল নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতিসংঘের সদস্য দেশসমূহে ১৪ নভেম্বর সাড়ম্বরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপনে এবারের (২০২৪) প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ পরিবেশ এর প্রভাব থেকে ডায়াবেটিসের বিস্তার প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়টি মুখ্য বিবেচনায় উঠে এসেছে। ২০২৪ সালে এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসে ইন্টারন্যাশনাল ‘ডায়াবেটিক ফেডারেশন’ থেকে আহ্বান জানানো হয়েছে। ‘ডায়াবেটিস রোখো’ এই গুঞ্জন এই প্রয়াস সর্বত্র।   ... [Read More]

ধূমপান ছেড়ে দিলে ঝুঁকি কমে ডায়াবেটিসের : ডা. অরূপরতন চৌধুরী (জনকন্ঠ)

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এবং নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে তৈরি করা একটি নতুন গবেষণা মতামত দিয়েছে যে, ধূমপান ছেড়ে দিলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৩০-৪০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে। আইডিএফ (আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন) অনুমান করে যে, বিশ্বে ৫৩.৭ কোটি লোকের ডায়াবেটিস রয়েছে। অর্থাৎ প্রতি দশজনে একজন ডায়াবেটিস আক্রান্ত এবং যেটা ২০৩০ সাল নাগাদ ৬৪৩ মিলিয়ন ছাড়াবে। প্রতি ৫ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয়। টাইপ ২ ডায়াবেটিস বিশ্বব্যাপী সর্বাধিক দীর্ঘস্থায়ী রোগগুলোর মধ্যে একটি, যা সব ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে ৯৫ শতাংশেরও বেশি।   ... [Read More]

সুস্বাস্থ্যই হোক সবার অঙ্গীকার: ড. মোহাম্মদ আবদুল মজিদ (খবরের কাগজ)

নীরব ঘাতক স্বভাবের যে রোগটি দেহে বহু ব্যাধির আহ্বায়ক, সেই ডায়াবেটিস রোগের অব্যাহত অভিযাত্রায় শঙ্কিত সবাইকে এটি নিয়ন্ত্রণে যথাসচেতন করে তুলতেই আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল থেকে ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালনের উদ্যোগ গ্রহণ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ১৯২১ সালে ফ্রেডারিক ব্যান্টিং (১৮৯১-১৯৪১) এবং চার্লস বেস্ট (১৮৯৯-১৯৭৮) কর্তৃক ইনসুলিন আবিষ্কার এক যুগান্তকারী অগ্রগতি। এ জন্য ব্যান্টিং চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯২৩ সালে। ১৪ নভেম্বর ফ্রেডারিক ব্যান্টিংয়ের জন্মদিবসকেই তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনার্থে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে গৃহীত হয়েছে।   ...  [Read More]

ডায়াবেটিস রোগীদের মুখের স্বাস্থ্য নিয়ে কিছু কথা: ডা. অরূপরতন চৌধুরী (বাংলাদেশ প্রতিদিন)

অনেক ক্ষেত্রে একজন ডেন্টিস্টই প্রথম একজন ডায়াবেটিস রোগীকে শনাক্ত বা চিহ্নিত করতে পারেন এবং তাকে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করতে পারেন। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে ‘ওপেন ডায়াবেটিস রিসার্চ অ্যান্ড কেয়ারে’ প্রকাশিত প্রবন্ধে এ বিষয় উল্লেখ করে বলা হয়েছে, প্রতি পাঁচজন মাড়ির রোগ আক্রান্ত ব্যক্তির মধ্যে একজনের টাইপ-২ ডায়াবেটিস থাকতে পারে এবং তারা এ বিষয়ে অবগত নন।   ... [Read More]

ডায়াবেটিস বিস্তারে পরিবেশের প্রভাব- ড. মোহাম্মদ আবদুল মজিদ: দেনিক বাংলা

মূলত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আহ্বানে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রস্তাবে এবং যৌক্তিকতার প্রচারণা-প্রয়াসে ১৪ নভেম্বরকে প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা দিয়ে জাতিসংঘ ২০০৭ সালে ৬১/২২৫ নং প্রস্তাব গ্রহণ করে। সেই থেকে জাতিসংঘের সব সদস্য দেশে বিশ্ব ডায়াবেটিক ফেডারশনের দুই’শর অধিক সদস্য সংগঠনে, বিশ্বব্যাপী স্বাস্থ্য সংস্থা কোম্পানি, পেশাজীবী সংগঠন ও ডায়াবেটিক রোগীদের মাঝে বিশ্ব ডায়াবেটিস দিবস নানান প্রাসঙ্গিক প্রতিপাদ্য বিষয় নিয়ে উদযাপিত হচ্ছে।   ... [Read More]

সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার: ডা. মো. ফারুক পাঠান (কালের কন্ঠ)

বাংলাদেশের ডায়াবেটিস রোগের তথ্যাদি ও চিত্র পর্যালোচনা করলে এই রোগের ভয়াবহতা সম্পর্কে জানা যায়, যা মারাত্মক উদ্বেগের। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) মতে, বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিক রোগীর সংখ্যা এক কোটি ৩০ লাখ। এই সংখ্যা যে হারে বাড়ছে, তাতে ২০৪৫ সালে দুই কোটি ২০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যদিও বাস্তব চিত্র আরো ভয়াবহ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিজস্ব সমীক্ষায় দেখা যায়, প্রাপ্তবয়স্কদের মধ্যে যাদের ডায়াবেটিস নেই বলে মনে করা হয়, তাদের মধ্যে শতকরা ২৫ জনের বেশি এই রোগে আক্রান্ত।  ... [Read More]

যাদের হৃদরোগ রয়েছে, রক্তে কোলেস্টেরল বেশি, উচ্চ রক্তচাপ রয়েছে, তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে : ডা. ফারিয়া আফসানা (সমকাল)

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, এ রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এ ক্রমবর্ধমান ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন’ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ১৯৯১ সাল থেকে ‘বিশ্ব ডায়াবেটিক দিবস’ পালিত হয়। ২০০৬ সালে জাতিসংঘ ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিক দিবস’ ঘোষণা করে। এ বছর বিশ্ব ডায়াবেটিক দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ অর্থাৎ ডায়াবেটিস ও সুস্থতার বিভিন্ন দিক যেমন– শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এবারের বিশ্ব ডায়াবেটিক দিবসে এ স্লোগানটি নির্ধারণ করা হয়েছে।  ... [Read More]

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ : অধ্যাপক অরূপরতন চৌধুরী ( ইত্তেফাক)

বাংলাদেশের ডায়াবেটিস রোগের তথ্যাদি ও চিত্র পর্যালোচনা করলে এই রোগের ভয়াবহতা সম্পর্কে জানা যায়, যা মারাত্মক উদ্বেগের। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) মতে, বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিক রোগীর সংখ্যা এক কোটি ৩০ লাখ। এই সংখ্যা যে হারে বাড়ছে, তাতে ২০৪৫ সালে দুই কোটি ২০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যদিও বাস্তব চিত্র আরো ভয়াবহ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিজস্ব সমীক্ষায় দেখা যায়, প্রাপ্তবয়স্কদের মধ্যে যাদের ডায়াবেটিস নেই বলে মনে করা হয়, তাদের মধ্যে শতকরা ২৫ জনের বেশি এই রোগে আক্রান্ত।   ... [Read More]

Quitting smoking significantly reduces risk of type 2 diabetes - Prof Dr Arup Ratan Choudhury(Daily Observer)

In recent years, diabetes has become one of the most widespread and chronic health conditions globally, affecting millions of people. With over 95% of all diabetes cases classified as type 2 diabetes. A new study conducted by the World Health Organization (WHO), the International Diabetes Federation (IDF), and the University of Newcastle sheds light on a significant but often overlooked contributor: smoking. According to this research, quitting smoking can reduce the risk of developing type 2 diabetes by up to 30-40%, offering yet another powerful incentive for individuals to quit tobacco.   ... [Read More]